Ad Code

Responsive Advertisement

ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব ভাইভা অভিজ্ঞতা প্রশ্ন ও উত্তর

(০১)
বিগত সালের বিসিএস ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিসিএস (প্রশাসন ক্যাডার) ভাইভাটি প্রণয়ন করা হয়েছে। আশা করি পরীক্ষার্থী বন্ধুরা উপকৃত হবেন।

ব্যবস্থাপনা বিষয়ে ভাইভা




পরীক্ষার্থী : আসসালামু আলাইকুম, আমি আসব? 

পরীক্ষক : ওয়ালাইকুমুস্ সালাম, হ্যাঁ আসুন, আপনার আসন গ্রহণ করুন। 

পরীক্ষক : আপনি কী মি. আবু হায়দার রনি?  

পরীক্ষার্থী : হ্যাঁ স্যার, আমি আবু হায়দার রনি। 

পরীক্ষক: আপনি কোন বিষয়ে পড়াশুনা করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে? 

পরীক্ষার্থী : আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি। 

পরীক্ষক : প্রশাসন ক্যাডার কী দায়িত্ব পালন করে?

পরীক্ষার্থী : প্রশাসন ক্যাডারে নিযুক্ত কর্মকর্তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা, বিভিন্ন • ক্যাডারের কাজের মধ্যে সমন্বয় ঘটানো এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইন রক্ষা করা; নির্দেশ দান ও ক্ষেত্রবিশেষে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দায়িত্ব পালন করা। 

পরীক্ষক : প্রশাসন এবং সচিবালয় ক্যাডার একীভূত করে কবে গঠন করা হয় প্রশাসন ক্যাডার?

পরীক্ষার্থী : ১৬ মার্চ ১৯৯২ সালে। 

পরীক্ষক :  বিসিএস ইকনমিক ক্যাডারকে বিলুপ্ত করে তা বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করে কবে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়? 

পরীক্ষার্থী : ১৩ নভেম্বর ২০১৮ সালে। 

পরীক্ষক : বলুনতো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? 

পরীক্ষার্থী : এফ. ডব্লিউ টেলর, স্যার। 

পরীক্ষক :  F W টেলরকে কেন কারণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিদ্যার জনক বলা হয়? 

পরীক্ষার্থী : তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বিদ্যার জনক বলার কারণ তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বেটি প্রবর্তন করেছেন।

পরীক্ষক : ম্যাজিস্ট্রেট বলতে কী বুঝেন? 

পরীক্ষার্থী : আভিধানিক অর্থে ম্যাজিস্ট্রেট বলতে বুঝায় এমন একজন বিচারক, যিনি নিম্ন আদালতের বিচারকার্য সম্পাদন করেন। General Clauses Act- 1897 এর সেকশন ৩ (৩১) অনুযায়ী যে ব্যক্তি Code of Criminal Procedure অধীনে ন্যস্ত কোনো ক্ষমতা প্রয়োগ। করেন তাকে ম্যাজিস্ট্রেট বলা হয়। 

পরীক্ষক : মন্ত্রীর কাজ কী? 

পরীক্ষার্থী : মন্ত্রী মন্ত্রণালয়ের সার্বিক কার্যাবলি পরিচালনা ও সম্পাদনের দায়িত্বপ্রাপ্ত । মন্ত্রিগণ পার্লামেন্টে স্ব-স্ব মন্ত্রণালয়ের কার্যাবলির ব্যাপারে জবাবদিহি করেন। 

পরীক্ষক: বলুনতো, বিচারকের নিরপেক্ষতা কীভাবে নিশ্চিত করা যায়?  

পরীক্ষার্থী : প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করে, বিচারক এবং আইনজীবীদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ দান করে, তাদের উচ্চতর বেতন ও উন্নত সামাজিক মর্যাদা নিশ্চিত করে এবং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিচারকদের নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব। 

পরীক্ষক : আপনি নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে কী জানেন বলুনতো। 

পরীক্ষার্থী : নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে একজন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন সংক্রান্ত আইনের শর্তসাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য কমিশনার নিয়োগ দান করেন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সভাপতি। 

পরীক্ষক : ঘোষিত অপরাধী কাকে বলে? 

পরীক্ষার্থী : যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং যে আত্মগোপন করেছে সেই ঘোষিত অপরাধী। 

পরীক্ষক : ধন্যবাদ, আপনি এখন আসুন। 

পরীক্ষার্থী : ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।

Post a Comment

0 Comments

Close Menu