(০১)
বিগত সালের বিসিএস ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিসিএস (প্রশাসন ক্যাডার) ভাইভাটি প্রণয়ন করা হয়েছে। আশা করি পরীক্ষার্থী বন্ধুরা উপকৃত হবেন।

ব্যবস্থাপনা বিষয়ে ভাইভা




পরীক্ষার্থী : আসসালামু আলাইকুম, আমি আসব? 

পরীক্ষক : ওয়ালাইকুমুস্ সালাম, হ্যাঁ আসুন, আপনার আসন গ্রহণ করুন। 

পরীক্ষক : আপনি কী মি. আবু হায়দার রনি?  

পরীক্ষার্থী : হ্যাঁ স্যার, আমি আবু হায়দার রনি। 

পরীক্ষক: আপনি কোন বিষয়ে পড়াশুনা করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে? 

পরীক্ষার্থী : আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি। 

পরীক্ষক : প্রশাসন ক্যাডার কী দায়িত্ব পালন করে?

পরীক্ষার্থী : প্রশাসন ক্যাডারে নিযুক্ত কর্মকর্তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা, বিভিন্ন • ক্যাডারের কাজের মধ্যে সমন্বয় ঘটানো এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইন রক্ষা করা; নির্দেশ দান ও ক্ষেত্রবিশেষে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দায়িত্ব পালন করা। 

পরীক্ষক : প্রশাসন এবং সচিবালয় ক্যাডার একীভূত করে কবে গঠন করা হয় প্রশাসন ক্যাডার?

পরীক্ষার্থী : ১৬ মার্চ ১৯৯২ সালে। 

পরীক্ষক :  বিসিএস ইকনমিক ক্যাডারকে বিলুপ্ত করে তা বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করে কবে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়? 

পরীক্ষার্থী : ১৩ নভেম্বর ২০১৮ সালে। 

পরীক্ষক : বলুনতো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? 

পরীক্ষার্থী : এফ. ডব্লিউ টেলর, স্যার। 

পরীক্ষক :  F W টেলরকে কেন কারণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিদ্যার জনক বলা হয়? 

পরীক্ষার্থী : তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বিদ্যার জনক বলার কারণ তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বেটি প্রবর্তন করেছেন।

পরীক্ষক : ম্যাজিস্ট্রেট বলতে কী বুঝেন? 

পরীক্ষার্থী : আভিধানিক অর্থে ম্যাজিস্ট্রেট বলতে বুঝায় এমন একজন বিচারক, যিনি নিম্ন আদালতের বিচারকার্য সম্পাদন করেন। General Clauses Act- 1897 এর সেকশন ৩ (৩১) অনুযায়ী যে ব্যক্তি Code of Criminal Procedure অধীনে ন্যস্ত কোনো ক্ষমতা প্রয়োগ। করেন তাকে ম্যাজিস্ট্রেট বলা হয়। 

পরীক্ষক : মন্ত্রীর কাজ কী? 

পরীক্ষার্থী : মন্ত্রী মন্ত্রণালয়ের সার্বিক কার্যাবলি পরিচালনা ও সম্পাদনের দায়িত্বপ্রাপ্ত । মন্ত্রিগণ পার্লামেন্টে স্ব-স্ব মন্ত্রণালয়ের কার্যাবলির ব্যাপারে জবাবদিহি করেন। 

পরীক্ষক: বলুনতো, বিচারকের নিরপেক্ষতা কীভাবে নিশ্চিত করা যায়?  

পরীক্ষার্থী : প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করে, বিচারক এবং আইনজীবীদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ দান করে, তাদের উচ্চতর বেতন ও উন্নত সামাজিক মর্যাদা নিশ্চিত করে এবং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিচারকদের নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব। 

পরীক্ষক : আপনি নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে কী জানেন বলুনতো। 

পরীক্ষার্থী : নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে একজন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন সংক্রান্ত আইনের শর্তসাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য কমিশনার নিয়োগ দান করেন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সভাপতি। 

পরীক্ষক : ঘোষিত অপরাধী কাকে বলে? 

পরীক্ষার্থী : যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং যে আত্মগোপন করেছে সেই ঘোষিত অপরাধী। 

পরীক্ষক : ধন্যবাদ, আপনি এখন আসুন। 

পরীক্ষার্থী : ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।