Ad Code

Responsive Advertisement

বিসিএস রিয়েল ভাইভা পুলিশ ক্যাডারের জন্য

৩৭তম বিসিএস Both Cadre ভাইভায় অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফারজানা আক্তারের ভাইভার চুম্বক অংশ..


প্রার্থী : আসতে পারি, স্যার। 


চেয়ারম্যান : আসুন, বসুন। 

প্রার্থী : আসসালামু আলাইকুম। 


চেয়ারম্যান : ওয়ালাইকুম আসসালাম। 

প্রার্থী : ধন্যবাদ, স্যার। 


চেয়ারম্যান : আপনার প্রথম পছন্দ বিসিএস পুলিশ। আচ্ছা বলুন তো, ‘যখন পুলিশ ছিলাম' বইটি কার? 

প্রার্থী : এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ; লেখক ধীরাজ ভট্টাচার্য। ‘যখন পুলিশ ছিলাম' গ্রন্থেই মাথিনের সাথে প্রেমের বিস্তারিত ঘটনাবলি বর্ণনা করা আছে। ধীরাজ ভট্টাচার্যের পৈতৃক বাড়ি যশোরে। বসবাস করতেন কলকাতায়। কাজ করতেন পুলিশের গোয়েন্দা বিভাগে। তার আরেকটি বই ‘যখন নায়ক ছিলাম’ খুবই বিখ্যাত। 


চেয়ারম্যান: Criminology and Police Science  সাবজেক্টটি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? 

প্রার্থী : বাংলাদেশে একমাত্র মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। 


পরীক্ষক-১: ১৪৪ ধারা কে জারি করতে পারেন?

প্রার্থী: মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার ও অন্যান্য এলাকায় ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করতে পারেন।


পরীক্ষক-১: GD ও FIR-এর মধ্যে পার্থক্য কী? 

প্রার্থী : GD: অ-আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় যে অভিযোগ লিপিবদ্ধ করা হয়, তাকে GD বলে। FIR: FIR First Information Report হচ্ছে একটি রিপোর্ট, যা থানায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে করা হয়। 


পরীক্ষক-১: ৪২০ ধারা কী? এটি কোন আইনে আছে? 

প্রার্থী : ধারা-৪২০: প্রতারণা ও অসাধুভাবে সম্পত্তি অৰ্পণ প্রার্থী করিতে প্রবৃত্ত করা। এ আইন 'বাংলাদেশ দণ্ডবিধি’তে আছে। 


পরীক্ষক-২: ৪২০ ধারা বুঝিয়ে বলুন। 

প্রার্থী : যদি কোনো ব্যক্তি প্রতারণা করে এবং প্রতারিত ব্যক্তি অসাধুভাবে অন্য কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি প্রদানে প্রবৃত্ত করে কিংবা প্রতারিত ব্যক্তিকে কোনো মূল্যবান জামানতের সমুদয় অংশ বা অংশবিশেষ কিংবা মূল্যবান জামানতে রূপান্তরযোগ্য কোনো স্বাক্ষরিত বা সিলমোহরযুক্ত বস্তুর সমুদয় অংশ বা অংশবিশেষ প্রণয়ন, পরিবর্তন বা বিনাশ সাধনে প্রবৃত্ত করে, তবে উক্ত ব্যক্তি সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।


পরীক্ষক -২: বিশ্ব বাণিজ্য সংস্থা কী? 

প্রার্থী : আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সংস্থা হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)। এর পূর্বনাম ছিল GATT, যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে এ সংস্থার নাম পরিবর্তন করে WTO রাখা হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। 


পরীক্ষক-২: হাজী শরীয়তুল্লাহর ধর্মীয় আন্দোলনের নাম প্রার্থী ফরায়েজী আন্দোলন হলো কেন? 

প্রার্থী : হাজী শরীয়তুল্লাহ তার অনুসারীদেরকে ইসলাম ধর্মের ফরজ নির্দেশগুলো পালনের ওপর অত্যধিক গুরুত্বারোপ করেন বলে ফরজ পালনকারী হিসেবে তার আন্দোলনের নাম হয়েছে ফরায়েজী আন্দোলন। 


পরীক্ষক -২: বাংলাদেশ লিবারেশন ফোর্স কী? 

প্রার্থী : বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬২ সালে 'বাংলাদেশ লিবারেশন ফোর্স' (BLF) নামে একটি গুপ্ত সংগঠন তৈরি করেন, যা পরে মুক্তিযুদ্ধের সময় 'মুজিব বাহিনী' নাম ধারণ করে। মুজিব বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় ২০,০০০ জন, নেতা ছিলেন চারজন। তারা হলেন তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান ও শেখ ফজলুল হক মনি। 


পরীক্ষক-২: সপ্তম নৌবহর কী? 

প্রার্থী : পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজের সমন্বয়ে গঠিত নৌবহর হলো ‘সপ্তম নৌবহর'।


চেয়ারম্যান: মুক্তিযুদ্ধের প্রথম বিজয় কোনটি? 

প্রার্থী: ‘কুমিরার যুদ্ধ’ মুক্তিযুদ্ধের প্রথম বিজয় (হানাদার বাহিনীর একটি দল চট্টগ্রামে যাবার পথে কুমিল্লার কুমিরায় হামলার শিকার হয়ে দলটির ১৫২ জনের সকলে নিহত হয়)। 


চেয়ারম্যান: আমেরিকা ব্রিটিশ শাসনের অধীনে ছিল কিন্তু তারা কমনওয়েলথ-এর সদস্য নয় কেন? 

প্রার্থী : ব্রিটিশ শাসিত যেসব অঞ্চলগুলোকে বিভিন্ন সময় ব্রিটিশ সরকার কর্তৃক স্বাধীনতা দেওয়া হয়, সে সকল দেশ কমনওয়েলথ-এর সদস্য। কিন্তু আমেরিকাকে স্বাধীনতা দেওয়া হয়নি বরং মার্কিন জনগণ স্বাধীনতার ঘোষণা দিয়ে ১৭৮৩ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করে, তাই তারা কমনওয়েলথ-এর সদস্য নয়। 


চেয়ারম্যান: ধন্যবাদ ফারজানা, আপনি এখন আসতে পারেন। 

প্রার্থী : ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

ভাইভা


Post a Comment

0 Comments

Close Menu