Ad Code

Responsive Advertisement

মহামন্দা মোকাবিলায় কোন মার্কিন প্রেসিডেন্ট New Deal প্রবর্তন করেন?

মহামন্দা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেন্ট New Deal প্রবর্তন করেন

১৯২৯-১৯৩৯ সালে সংঘঠিত বিশ্বব্যাপী আর্থিক ও অর্থনৈতিক বিপর্যয়ের নাম হলো মহামন্দা (Great Depression) এটি ছিল বিংশ শতাব্দীর দীর্ঘ সময়ব্যাপী ও ব্যাপক প্রভাব বিস্তারকারী মন্দা। ৪ সেপ্টেম্বর ১৯২৯ যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ধসের মধ্য দিয়ে এ মন্দা শুরু হয়। ২৯ অক্টোবর ১৯২৯ এই খবর বিশ্বব্যাপী পুঁজিবাজারে ছড়িয়ে পড়ে। এক দিনেই স্টক মার্কেটে শেয়ারের দাম হু হু করে কমে যায়। আতঙ্কিত হয়ে লোকেরা এক দিনেই ১ কোটি ৬০ লাখ শেয়ার বিক্রি করে দেয়। দিনটা ছিল মঙ্গলবার। এই দিনটি ইতিহাসে কালো মঙ্গলবার (Black Tuesday) নামে জায়গা করে নেয়। 

১৯৩২ সালের দিকে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচজনে একজন কাজ হারায়। যুক্তরাষ্ট্রে  বেকারত্বের হার ২৫% বেড়ে যায় এবং কিছু কিছু দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় ৩৩%। তখন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন ৩১তম প্রেসিডেন্ট হার্বার্ট হুভার। ৮ নভেম্বর ১৯৩২ এর নির্বাচনে হার্বার্ট হুভার পরাজিত হন। ৪ মার্চ ১৯৩৩ ডেমোক্র্যাটিক পার্টির ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ৩২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি প্রথমেই চার দিনের জন্য ব্যাংকগুলো বন্ধ করে দেন। ঘোষণা করেন ১০০ দিনের আপৎকালীন কর্মসূচি। আমানতকারীদের সুরক্ষা দেওয়ার জন্য ১৬ জুন ১৯৩৩ প্রতিষ্ঠা করেন ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন। 

৬ জুন ১৯৩৪ পুঁজিবাজারে অনিয়ম ঠেকানোর জন্য প্রতিষ্ঠা করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তিনি  আরও কতগুলো যুগান্তকারী কাজ হাতে নেন, যা New Deal নামে পরিচিত। এর মধ্যে ছিল টেনেসি ভ্যালি অথরিটি। এর আওতায় তৈরি হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জলবিদ্যুৎ কেন্দ্র। কর্মসংস্থান তৈরির জন্য চালু করেন Work Projects  Administration এর মাধ্যমে পরবর্তী আট বছরে ৮৫ লাখ লোক স্থায়ী চাকরি পায়। এর ধারাবাহিকতায় ১৯৩৫ সালে মার্কিন কংগ্রেসে পাস হয় ঐতিহাসিক Social Security Act যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো চালু হয় বেকার ভাতা এবং প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য পেনশন। এভাবে তিনি মহামন্দা পরিস্থিতি মোকাবিলা করেন।



Post a Comment

0 Comments

Close Menu