Ad Code

Responsive Advertisement

‘নোয়া ১৮’ কী ?

‘নোয়া ১৮’  আবহাওয়া স্যাটেলাইট 

জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয়  প্রশাসন (NOAA) হলো— যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক সংস্থা।  NOAA'র পূর্ণরূপ National Oceanic and Atmospheric Administration । ৩ অক্টোবর ১৯৭০ গঠিত NOAA মহাসাগর,  প্রধান জলপথ এবং বায়ুমণ্ডলের     অবস্থা নিয়ে গবেষণা পরিচালনা করে। ১৯৭৯ সালে NOAA প্রথম মেরু-প্রদক্ষিণকারী পরিবেশগত উপগ্রহ (Polar-orbiting environmental satellite) উৎক্ষেপণ করে । 

বর্তমানে NOAA'র সক্রিয় স্যাটেলাইটগুলো হলো  NOAA-15, NOAA-18,  NOAA- 19, GOES - 13, GOES-14, GOES-15, Jason-2 এবং DSCOVR। এর মধ্যে ‘নোয়া ১৮’ (NOAA-18) নামক আবহাওয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ২০ মে ২০০৫।



Post a Comment

0 Comments

Close Menu