Ad Code

Responsive Advertisement

খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কী ?

কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (CAS) 

কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (CAS) এর মাধ্যমে ক্রীড়া সংক্রান্ত যেকোনো বিরোধ নিষ্পত্তি করা হয়। যেটিকে বলা যায় সর্বোচ্চ ক্রীড়া আদালত। এটি বিচার বা  মধ্যস্থতার মাধ্যমে ক্রীড়াবিষয়ক যেকোনো বিরোধ মীমাংসা করে থাকে। ১৯৮১ সালে | আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) প্রেসিডেন্ট জুয়ান অ্যান্থনিও সামারাঞ্চ একটি  ক্রীড়া আইনি সংস্থা তৈরির ধারণা দেন। এজন্য তাকে CAS'র স্রষ্টা বা প্রবর্তক বলা হয়। ১৯৮২ সালে IOC'র সদস্য কেবা এমবায়ের  নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ সংগঠনের সনদ তৈরি করে। ২৫-২৮ মার্চ ১৯৮৩ ভারতের নয়াদিল্লিতে  অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) ৮৬তম অধিবেশনে Statutes of the Court of Arbitration for Sport (CAS) অনুমোদন করা হয়। 

৩০ জুন ১৯৮৪ CAS'র সংবিধি (Statute) কার্যকর হয়। এই দিনটিকে CAS'র প্রতিষ্ঠা দিবস হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৪ সালের CAS সংস্কারের পর থেকে এর এখতিয়ার সমস্ত IOC এবং অনেক জাতীয় | অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত হয়েছে। ২০০৩ সাল থেকে World Anti-Doping  Agency (WADA) এর কোডের অধীনে আন্তর্জাতিক ডোপিং বিরোধের শেষ অবলম্বনও হয় CAS। CAS'র কার্যকরী ভাষা হলো ইংরেজি এবং ফরাসি। CAS'র সদরদপ্তর সুইজারল্যান্ডের লুজানে। এছাড়াও অস্ট্রেলিয়ার সিডনি এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি অতিরিক্ত আদালত রয়েছে। 

CAS'র পরিচালনা পর্ষদের নাম International Council of Arbitration for Sport (ICAS)। CAS'র সাংগঠনিক এবং আর্থিক বিষয়গুলি পরিচালনা করে ICAS। CAS দুটি চেম্বারে বিভক্ত— সাধারণ আর্বিট্রেশন চেম্বার এবং আর্বিট্রেশন আপিল চেম্বার। অর্ডিনারি চেম্বার অফ আর্বিট্রেশন সাধারণ সালিশি পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির কাজসহ সালিশকারীদের প্যানেল স্থাপন করে।



Post a Comment

0 Comments

Close Menu