চীন একের পর এক নিজেদের রেকর্ড ভেঙে গড়ছে নতুন আরেকটি রেকর্ড। এবার আরেকটি নতুন রেকর্ড অর্জন করেছে তারা। বিশ্বে সবচেয়ে দ্রুততম সময়ে ভবন নির্মাণের রেকর্ড এটি। ৩০ তলা একটি ভবন মাত্র ১৫ দিনে নির্মাণ করেছে দেশটির আবাসন নির্মাণ বাণিজ্য সংস্থা ‘বোর্ড গ্রুপ'। চীনের হুনান প্রদেশের চাঙসা শহরের ডংটিং লেকে ১ লাখ ৮৩ হাজার স্কয়ার ফুট জায়গায় নির্মাণ করা হয়েছে আর্ক হোটেলটি। এর আগে ১৫ তলা একটি ভবন মাত্র ৬ দিনের মধ্যে নির্মাণ করে রেকর্ড গড়েছিল চীন।