পিঠে পাসপোর্টের প্রচ্ছদের হুবহু কপির ট্যাটু এঁকে জীবন্ত পাসপোর্ট খ্যাতিতে ভূষিত হয়েছেন ব্রিটেনের পশ্চিম লন্ডনের অধিবাসী রিচার্ড। ২৭ বছর বয়স্ক ভ্রমণপিপাসু এ যুবকের ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোই হচ্ছে একমাত্র নেশা। গায়ের জামা খুললেই যেন তাকে ব্রিটিশ নাগরিক হিসেবে চেনা যায়, সেজন্যই পিঠে পাসপোর্টের ওই ট্যাটু অংকন করেছেন তিনি। শুধু তাই নয়, ২০০৬ সালের মার্চ মাসে স্থানীয় এক ব্যাংক থেকে ওই ট্যাটু দেখিয়েই টাকা উত্তোলন করেছিলেন তিনি।