Ad Code

Responsive Advertisement

১০০ সিঁড়ি ভাঙার বিশ্ব রেকর্ড

 ১০০ সিঁড়ি ভাঙার রেকর্ড গড়েছে দুই ভাই। এক ভাই অন্যজনকে উল্টো করে মাথায় তুলে নেয়। এভাবেই ৫৩ সেকেন্ডে ১০০টি সিঁড়ি ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েন ভিয়েতনামিজ বংশোদ্ভূত সহোদর। ভাই গিয়াং কুয়োক কোর বয়স ৩৭ বছর। আর ছোট ভাই গিয়াং কুয়োক নিয়েপের বয়স ৩২ বছর। তারা সার্কাসে কাজ করেন। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের সেইন্ট ম্যারিস ক্যাথেড্রালের বাইরের সিঁড়িতে তারা তাদের নৈপুণ্য দেখান। এর আগে ২০১৬ সালে এই রেকর্ড গড়েন গিয়াং কুয়োক কো ও গিয়াং কুয়োক নিয়েপ। সে সময় তারা একইভাবে ওই ক্যাথেড্রালের ৯০টি সিঁড়ি ভেঙে ওপরে ওঠেন। ২০১৮ সালে তাদের সেই রেকর্ড ভেঙে দেন পেরুর জিমন্যাস্ট পাবলো নোনাতো পানদুরো ও জোয়েল ওয়াইকেট সার্ভেদ্রা। তারা ৯১টি সিঁড়ি ভেঙেছিলেন। এখন আবারও এ রেকর্ড গিয়াং কুয়োক সহোদরের দখলে গেল।



Post a Comment

0 Comments

Close Menu