Ad Code

Responsive Advertisement

সমাজকর্ম বিষয়ে ভাইভা পরীক্ষার প্রশ্ন উত্তর

ভাইভা সমাজকর্ম


(০১) ৪০তম বিসিএস ভাইভায় অংশগ্রহণ করেন ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম। তিনি সমাজকর্ম বিষয়ে পড়ালেখা করেন। তার ভাইভার উল্লেখযোগ্য অংশ তুলে ধরলেন এখানে।


প্রার্থী : স্যার, আসতে পারি? 

চেয়ারম্যান : হ্যাঁ, আসুন । 

প্রার্থী : আস্সালামু আলাইকুম, স্যার। 

চেয়ারম্যান : ওয়ালাইকুমুস্ সালাম। বসুন। 

প্রার্থী : ধন্যবাদ স্যার। 

চেয়ারম্যান : আপনি মো. শাহীনুল ইসলাম, সমাজকর্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় । 

প্রার্থী : জি স্যার। 

চেয়ারম্যান : বাংলাদেশের এমন একটা পরিবারের কথা বলুন যে পরিবারের প্রায় সব ভাইবোন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। 

প্ৰাৰ্থী : কর্নেল আবু তাহের (বীর উত্তম)-এর পরিবার। তার পরিবারের ১১ ভাইবোনের মধ্যে ৮ জনই সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন । 

চেয়ারম্যান : উনার ভাইদের পরিচয় দিন। 

প্ৰাৰ্থী : কর্নেল আবু তাহেরের অন্য ৭ ভাই হলেন— 

আরিফুর রহমান, 

আবু ইউসুফ খান (বীরবিক্রম), 

আবু সাঈদ আহম্মেদ, 

ড. আনোয়ার হোসেন (তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক), 

শাখাওয়াত হোসেন বাহার (বীর প্রতীক), 

ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)

মোয়াজ্জেম হোসেন। 

চেয়ারম্যান : বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন এমন একজন কবির নাম বলুন। 

প্রার্থী : স্যার, কবি নির্মলেন্দু গুণ।

চেয়ারম্যান : তার কবিতার কয়েকটি লাইন বলুন । 

প্রার্থী : স্যার, উনার ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার শেষের দিকে আছে— ‘শত বছরে শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে......... 

চেয়ারম্যান : জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA)-এর ৭৬তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো অর্জনের কথা বলুন। 

প্রার্থী : এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী SDG Progress Award এবং Crown Jewel খেতাব পেয়েছেন।

পরীক্ষক : NICAR কী? এর কাজ কী? 

প্রার্থী : National Implementation Committee for Administrative Reforms (NICAR) হলো একটি সরকারি সংস্থা । প্রতিষ্ঠানটির কাজ নতুন জেলা, উপজেলা, পৌরসভা, থানা ইত্যাদি অনুমোদন দেওয়া । 

পরীক্ষক : কোয়াড কী? 

প্রার্থী : সরি স্যার 

(Note: ইংরেজি শব্দ Quadrilateral বা চতুর্পাক্ষিকের সংক্ষিপ্ত রূপ কোয়াড (Quadrilateral Security Dialogue)  । এটি চারটি দেশের জোট। দেশ চারটি— যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত। ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে কোয়াড গঠিত হয় । 

পরীক্ষক : ন্যাটো কী? এটি কবে গঠিত হয়?

প্রার্থী: ন্যাটো একটি সামরিক জোট। এটি গঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯।  

পরীক্ষক : প্রশাসনের সাথে আপনার সাবজেক্ট সমাজকর্মের সম্পর্কটা কেমন? 

প্রার্থী : স্যার সমাজকর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজকল্যাণ আর প্রশাসনের মূল লক্ষ্যও সমাজ এবং জনগণের কল্যাণ। তাই প্রশাসন ও সমাজকর্মের মধ্যে খুবই নিবিড় সম্পর্ক আছে। 

পরীক্ষক : Do you think is it possible to satisfy all people through Administration? 

প্রার্থী : No sir, It is not possible. 

পরীক্ষক : Why? 

প্রার্থী : This is because we have unlimited desires, unlimited demands চেয়ারম্যান : Your viva is completed. You can go now

প্রার্থী : Thank you sir, আস্সালামু আলাইকুম।

Post a Comment

0 Comments

Close Menu