জাতিসংঘ ও বাংলাদেশ

জাতিসংঘ


প্রশ্ন: জাতিসংঘ কি? 

উত্তরঃ মানুষ যেমন একে অপরের সাথে যোগাযোগ রেখে চলে তেমনি এক দেশকেও অন্য দেশের সাথে যোগাযোগ রেখে চলতে হয়। তাই নানা জাতির মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থার নাম জাতিসংঘ।


প্রশ্ন : কবে জাতিসংঘ গঠিত হয়? 

উত্তর: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। 


প্রশ্ন : জাতিসংঘের উদ্দেশ্য কি? 

উত্তর : বিভিন্ন জাতির মধ্যে নিরাপত্তা, কল্যাণ ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই জাতিসংঘের প্রধান উদ্দেশ্য। 


প্রশ্ন : জাতিসংঘের সদর দফতর কোথায়? 

উত্তর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। 


প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? 

উত্তর : ১৯৩টি রাষ্ট্র। 


প্রশ্ন : বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করে? 

উত্তর : ১৯৭৪ সালে। 


প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য? 

উত্তর : ১৩৬ তম। 


প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? 

উত্তর : বান কি মুন


প্রশ্ন : জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো কি কি? 

উত্তর : জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো হচ্ছে 

১. সাধারণ পরিষদ 

২. নিরাপত্তা পরিষদ 

৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ 

৪. অছি পরিষদ 

৫. আন্তর্জাতিক আদালত 

৬. সচিবালয়। 


প্রশ্ন : নিরাপত্তা পরিষদের কাজ কি? 

উত্তর : বিশ্বশান্তি রক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। 


প্রশ্ন : নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? 

উত্তর : ১৫টি সদস্য রাষ্ট্র। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য। এরা হচ্ছে 

(১) মার্কিন যুক্তরাষ্ট্র 

(২) যুক্তরাজ্য 

(৩) রাশিয়া 

(8) গণচীন 

(৫) ফ্রান্স। 

এদেরকে বৃহৎ পঞ্চশক্তি' বলা হয়। যে কোন স্থায়ী সদস্য যে কোন সিদ্ধান্তের উপর ভেটো দিয়ে সেটাকে নাকচ করতে পারে।