Ad Code

Responsive Advertisement

কারেন্ট টাইমস সাম্প্রতিক সাধারণ জ্ঞান - ২০২২

কারেন্ট টাইমস সাম্প্রতিক সাধারণ জ্ঞান,
মার্চ- ২০২২


সাম্প্রতিক বাংলাদেশ:

প্রশ্ন : রাজধানীর উত্তরা থেকে মতিঝিল বানিজ্যিক এলাকা পর্যন্ত মেগাপ্রকল্প মেট্রোরেলের উড়ালপথ নির্মাণ করার কাজ কত তারিখ শেষ হয়? 

উত্তর : ২৭ জানুয়ারি ২০২২। 

প্রশ্ন : জাতিসংঘের শান্তি ও সম্প্রতি বিনিৰ্মানে যে কমিশনের গঠন করা হয় তার প্রথম নারী চেয়ারম্যানের নাম কী? 

উত্তর : রাবাব ফাতিমা। 

প্রশ্ন : বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম কাগজবিহীন দাপ্তরিক কার্যক্রম চালু করে? 

উত্তর: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

প্রশ্ন : নতুন প্রধান নির্বাচন কমিশনারের নাম কী? 

উত্তর : কাজী হাবিবুল আউয়াল। 

প্রশ্ন : নতুন চারজন নির্বাচন কমিশনারগণের নাম কী কী? 

উত্তর: বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান। 

প্রশ্ন : নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ কবে নিয়োগ লাভ করেন? 

উত্তর: ২৬ ফেব্রুয়ারি ২০২২ সালে।

প্রশ্ন : অমির্জনের বিএ. ২ উপধরন শরীরের কোন অংশে সংক্রমিত হতে পারে? 

উত্তর: অন্ত্রে। 

প্রশ্ন : করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন অমিক্রনের উপধরনের নাম কী? 

উত্তর : বিএ.২। 


সাম্প্রতিক আন্তর্জাতিক বিশ্ব:

প্রশ্ন : ফরমোজা প্রণালি কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? 

উত্তর : চীন ও তাইওয়ান। 

প্রশ্ন : 'নাইজার' এর রাজধানীর নাম কী? 

উত্তর : নিয়ামে। 

প্রশ্ন : 'RIA' কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম? 

উত্তর : রাশিয়া।

প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়নে দাপ্তরিকভাবে কয়টি ভাষা ব্যবহৃত হয়? 

উত্তর: ২৪টি। 

প্রশ্ন : অ্যালিস নামের ইলেকট্রিক (বিদ্যুৎচালিত) উড়োজাহাজ তৈরি করেছে কোন দেশের প্রতিষ্ঠান? উত্তর : ইসরায়েল। 

প্রশ্ন : চীনের সবচেয়ে ক্ষুদ্র প্রদেশ ‘হাইনান’ এর রাজধানীর নাম কী? 

উত্তর : হাইখৌ।

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম দ্বীপ ‘গ্রিনল্যান্ডের’ রাজধানীর নাম কী? 

উত্তর : নুক। 

প্রশ্ন : ফোর্বস সাময়িকী ঘোষিত ‘দ্য হাইয়েস্ট পেইড এন্টারটেনারস ২০২২' কে? 

উত্তর : পিটার জ্যাকসন। 

প্রশ্ন : ‘ডয়চে ভেল’ কোন দেশের সম্প্রচার মাধ্যমের নাম? 

উত্তর : জার্মান। 

প্রশ্ন : 'Deutsche Welle' কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা? 

উত্তর : জার্মানি। 

প্রশ্ন : ‘ডোকলাম’ ত্রিমুখী সীমান্তটি কোন কোন দেশসমূহকে সংযুক্ত করেছে? 

উত্তর : চীন, ভারত ও ভুটান।

প্রশ্ন : সাম্প্রতিক হন্ডুরাসের ইতিহাসে প্রথম একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার নাম কী? 

উত্তর : সিওমারা কাস্ত্রো। 

প্রশ্ন : দিল্লির নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্যের নাম কী? 

উত্তর : অধ্যাপক শান্তিশ্ৰী পণ্ডিত। 

প্রশ্ন : 'কুইন অব ইতালিয়ান সিনেমা' হিসেবে পরিচিত কে? 

উত্তর : মনিকা ভিত্তি। 

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কী? 

উত্তর : গ্রেট বেরিয়ার রিফ। 

প্রশ্ন : 'ব্লু ডায়ামন্ড অ্যাফেয়ার্স' বিবাদ কোন দুইটি দেশের মধ্যে বিরাজমান? 

উত্তর : সৌদি আরব ও থাইল্যান্ড।

প্রশ্ন : নেপালের পার্লামেন্টের নাম কী? 

উত্তর : পঞ্চায়েত। 

প্রশ্ন ‘ওয়াফা’ (WAFA) কোন দেশের রাষ্ট্রীয় সংস্থার নাম? 

উত্তর : ফিলিস্তিন। প্রশ্ন : বিশ্বে দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কী? 

উত্তর : স্পিরিট অব ইনোভেশন।

প্রশ্ন : লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এর মহাসচিব কে? 

উত্তর : অ্যাগনেস কালামার্ড। 

প্রশ্ন : বাংলাদেশ ছাড়াও ভারতের কোন কোন প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা? 

উত্তর : পশ্চিম বঙ্গ ও ত্রিপুরা। 

প্রশ্ন : মেক্সিকোর বর্তমান রাষ্ট্রপতির নাম কী? 

উত্তর : আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। 


সাম্প্রতিক বিশ্ব অর্থনীতির খবর: 

প্রশ্ন : 'নেপাল-বাংলাদেশ ব্যাংক - এর কার্যক্রম শুরু হয় কবে? 

উত্তর : ৬ জুন ১৯৯৪ সালে। 

প্রশ্ন : বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? 

উত্তর : ফ্রেডরিক উইনসো টেলর।

প্রশ্ন : কোন বন্ড বিক্রি করে বাংলাদেশ সরকার জনগণের কাছ থেকে সরাসরি ঋণ নেয়? 

উত্তর : বাংলাদেশ প্রাইজবন্ড। 

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এর নাম কী? 

উত্তর : মো. হাবিবুর রহমান। 

প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কবে প্রথম কাগজবিহীন দাপ্তরিক কার্যক্রম শুরু করে? 

উত্তর : ২৬ জানুয়ারি ২০২২। 


সাম্প্রতিক বিশ্ব রাজনীতির খবর: 

প্রশ্ন : ইতালির নতুন প্রেসিডেন্ট এর নাম কী? 

উত্তর : সেরিজিও মাত্তারেলা। 

প্রশ্ন : ডোনাল্ড ট্রাম্পের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল' কবে উদ্বোধন করা হয়? উত্তর : ২১ ফেব্রুয়ারি ২০২২।


সাম্প্রতিক বিজ্ঞান ও প্রযুক্তি: 

প্রশ্ন : ‘করফু’ দ্বীপ কোথায় অবস্থিত? 

উত্তর : গ্রিস। 

প্রশ্ন : পৃথিবীর ৭ম বৃহত্তর ডেটা সেন্টার অবস্থিত কোন স্থানে? 

উত্তর : বাংলাদেশের, গাজীপুরে। 

প্রশ্ন : ‘রক্তচিতা’ ফুলের বৈজ্ঞানিক নাম কী? 

উত্তর : Plumbago Indica. 

প্রশ্ন : পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? 

উত্তর : আলিবার্ড।

প্রশ্ন :  National Institute for Space Research (INPE) কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা?

উত্তর: এটি ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা। 


সাম্প্রতিক পদক-পুরস্কার-সম্মাননা : 

প্রশ্ন : জনপ্রশাসন পদকের নতুন নাম কী? 

উত্তর : বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। 

প্রশ্ন : ২০২২ সালে দেশের কতজন গুণী ব্যক্তি একুশে পদকে ভূষিত হন? 

উত্তর: ২৪ জন।

প্রশ্ন : বাংলাদেশের ‘‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’’  আজীবনের জন্য দুইজন ব্যক্তি সম্মাননা পদক পেয়েছেন তাদের নাম কী? 

উত্তর: অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। 

প্রশ্ন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এ শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? 

উত্তর: গোর। 

প্রশ্ন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এ শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে? 

উত্তর : গাজী রাকায়েত হোসেন (গোর)। 

প্রশ্ন : ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কারের নাম কী? 

উত্তর: দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার।

প্রশ্ন : দাদাসাহেব ফালকে ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার-২০২২ এর সেরা চলচ্চিত্র কোনটি? 

উত্তর: শেরশাহ। 

প্রশ্ন : দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার-২০২২ সালের সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন কোন অভিনেতা? 

উত্তর: রনবীর সিং। 

প্রশ্ন : দাদাসাহেব ফালকে ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার-২০২২ এর সেরা অভিনেত্রী কে? 

উত্তর: কৃতি শ্যানন।

প্রশ্ন : রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টেসের (রিবা) ২০২১ সালের বিশ্বসেরা নতুন ভবনের পুরস্কার জিতেছে কোন স্থাপত্যশৈলী? 

উত্তর : ফ্রেন্ডশিপ হাসপাতাল, সাতক্ষীরা।



সাম্প্রতিক বিশ্ব ক্রীড়াঙ্গন: 

প্রশ্ন : সবচেয়ে বেশিবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দেশের নাম কী? 

উত্তর : ভারত (৫ বার)। 

প্রশ্ন : তাব্রেইজ শামসি কোন দেশের ক্রিকেটার? 

উত্তর : দক্ষিণ আফ্রিকা। 

প্রশ্ন : সাম্প্রতিক অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ পুরস্কারের কত শতাংশ প্রাইজমানি বৃদ্ধি করা হয়েছে? 

উত্তর : ৭৫ শতাংশ। 

প্রশ্ন : বিপিএল ইতিহাসে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে? 

উত্তর : মাহমুদউল্লাহ রিয়াদ। 

প্রশ্ন : ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে ইতিহাসের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় কোন দুটি দল? 

উত্তর : অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

প্রশ্ন : টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন? 

উত্তর: সিকে নাইডু। 

উত্তর: প্রশ্ন : ১৯৫৬ সালে প্রবর্তিত ব্যালন ডি'অরের প্রথম পুরস্কার জেতেন কে? 

উত্তর : স্ট্যানলি ম্যাথুস। 

প্রশ্ন : ১০টি গ্র্যান্ডস্লাম একক শিরোপাজয়ী প্রথম পুরুষ খেলোয়াড় কে? 

উত্তর : বিল টিলডেন, যুক্তরাষ্ট্র। 

প্রশ্ন : গ্র্যান্ডস্লাম এককজয়ী প্রথম রুশ পুরুষ খেলোয়াড় কে? 

উত্তর : ইয়েভগেনি কাফেলনিকও। 

প্রশ্ন : সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামজয়ী পুরুষ খেলোয়াড় কে? 

উত্তর: রাফায়েল নাদাল।


সাম্প্রতিক সাধারণ জ্ঞান



সাম্প্রতিক বিশ্ব বিবিধ সংবাদ: 

প্রশ্ন : এজেন্ট ব্যাংকিংয়ে প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক কোনটি? 

উত্তর : ইসলামী ব্যাংক। 

প্রশ্ন : বাংলাদেশে সর্বোচ্চ এজেন্ট আউটলেট রয়েছে কোন ব্যাংকের? 

উত্তর : ডাচ-বাংলা ব্যাংক। 

প্রশ্ন : কোভিড-১৯ মোকাবিলায় কোন দেশ বেশি প্রণোদনা পেয়েছে? 

উত্তর : ইতালি

Post a Comment

0 Comments

Close Menu