ইউরোপ আমেরিকায় বাড়ছে এবং মাংকিপক্স এর বিস্তার।এটি এযাবত ছড়িয়েছে 14টি দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে, আগামীতে এটি আরও ছড়াতে পারে। তাতে তোড়-জোড় শুরু হয়েছে বিভিন্ন দেশে ফলে বিমানবন্দর গুলোতে সর্তকতা জারি করেছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, বিশ্বে করনা মহামারীর মত ওরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি করবেনা মাংকিপক্স। 

1958 সালে ল্যাবরেটরীতে বানরের শরীরে প্রথম শনাক্ত হয়। ভাইরাস জনিত রোগ থেকে কোন মানুষের আক্রান্ত হওয়ার খবর প্রথম মেলে 1970 সালে। বিশ্বে এপর্যন্ত মাত্র 8 বার বিরল এই রোগের সংক্রমণ দেখা গেছে। তা আবারো হাজির, মানে যুক্তরাজ্য কানাডা যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্নদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। ইসরাইল ও সুইজারল্যান্ড এর আক্রান্তের বেশিরভাগই সমকামী, যৌন-সংসর্গের কারণে এটি ছড়িয়ে পড়ছে কিনা সে প্রশ্ন এখন বিশেষজ্ঞদের মনে। তবে এখনো বিষয়টি নিয়ে নিশ্চিত নন তারা।

এই ভাইরাসের বিরুদ্ধে গুটিবসন্তের টিকা অনেকটাই কার্যকরী তাই এই টিকার মজুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ উন্নতদেশগুলো। একইসাথে জোর দেয়া হয়েছে মাংকিপক্সের টিকা আবিষ্কারে। আমাদের এই মুহুর্তে সতর্ক থাকতে হবে। বিজ্ঞানীরা উপযুক্ত টিকা তৈরীর জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন তবে এটি দ্রুত ছড়িয়ে পড়লে তা ভালো ফল বয়ে আনবে না। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বে করনা মহামারীর মত ভয়াবহ পরিস্থিতি তৈরি করবেন মাংকিপক্স। 

হয়তো আরো কিছু দেশে ছড়াবে কিন্তু করোনার মতো পরিস্থিতি তৈরি হবেনা তাইমানুষের চিন্তার কারণ নেই। এক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে । বিশ্ববিদ্যালয় ওলন্ডন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এর বিশেষজ্ঞদের দাবি 1980 সালের পর পরই তেমন প্রাদুর্ভাব না থাকায় গুটি বসন্তের টিকা নেওয়ার প্রবণতা কমে এসেছে ফলে মানব দেহে কমে গেছে এর প্রতিরোধ ক্ষমতা। এই সুযোগেই হানা দিচ্ছে মাংকিপক্স। 

এমন পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করছে বাংলাদেশ। স্থল ও বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত দেশ গুলো থেকে আসা ব্যক্তিদের স্ক্রীনিং জোরদার এবং তাদের সংস্পর্শে আসা লোকদের শরীরে ফুসকুড়ির মত কিছু উঠলে দ্রুত তালিকা ভুক্তির নির্দেশ দেয়া হয়েছে। প্রায় একই নির্দেশনা জারি করেছে প্রতিবেশী দেশ ভারত।