Ad Code

Responsive Advertisement

অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ

আইএমওর প্রতিবেদন অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ বিশ্বে ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসী বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ১০ লাখে। 


অভিবাসী প্রেরণে বাংলাদেশ



অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ

অবস্থানে রয়েছে এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) গ্রহণে অষ্টম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার 'বিশ্ব অভিবাসন প্রতিবেদন-২০২২’ এ তথ্য উঠে এসেছে। অভিবাসন বিষয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ এ প্রতিবেদনটি ০২ ডিসেম্বর ২০২১ বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী আকাশপথে যাত্রী ৬০ শতাংশ কমেছে। ২০১৯ সালে যাত্রী সংখ্যা ছিল ৪ দশমিক ৫ বিলিয়ন যা ২০২০ সালে ১ দশমিক ৮ বিলিয়নে দাঁড়িয়েছে। ২০২০ সালে বিশ্বব্যাপী বসবাস করা বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ছিল ৭৪ লাখ । বাংলাদেশের বাইরে বসবাস করেও প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি অভিবাসীরা ২০১৯ সালে ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বেশি দেশে পাঠিয়েছে, যার মধ্যে ৭৩ শতাংশ প্রবাসী শ্রমিকদের কাছ থেকে এসেছে। প্রবাসী আয় বাংলাদেশের জিডিপির ৬ শতাংশের বেশি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক আয়ের উৎস।

Post a Comment

0 Comments

Close Menu