Ad Code

Responsive Advertisement

চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য

চুরি দস্যুতা
১। যদি কোন ব্যক্তি কারও দখল হতে তার সম্মতি ব্যতিত কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে স্থানান্তর করে তবে তাকে চুরি বলে। ১। যদি পাঁচ জনের কম সংখ্যক ব্যক্তি সম্মিলিতভাবে মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে কারও অস্থাবর সম্পত্তি ছিনতাই করে তবে তাকে দস্যুতা বলে।
২। চুরি দন্ডবিধি আইনের ৩৭৮ ধারা। ২। দস্যুতা দন্ডবিধি আইনের ৩৯০ ধারা।
৩। চুরির শাস্তি ০৩ বছর পর্যন্ত কারাদন্ড। ৩। দস্যুতার শাস্তি ১০ হতে ১৪ বছর পর্যন্ত কারাদন্ড।
৪। চুরির ক্ষেত্রে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করা হয় না। ৪। দস্যুতার ক্ষেত্রে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।
৫। চুরি সম্পত্তির মালিকের অজ্ঞাতসারে হয়ে থাকে। ৫। দস্যুতা সামনা সামনি অনুষ্ঠিত হয়ে থাকে।
৬। চুরির শাস্তি দন্ডবিধি আইনের ৩৭৯ ধারা। ৬। দস্যুতার শাস্তি দন্ডবিধি আইনের ৩৯২ ধারা।

Post a Comment

0 Comments

Close Menu