Ad Code

Responsive Advertisement

তিন ঘন্টা বরফে ডুবে বিশ্বরেকর্ড

৩ ঘণ্টা বরফে ডুবে বিশ্বরেকর্ড টানা ৩ ঘণ্টা ২৮ সেকেন্ড বরফে ডুবে থেকে গিনেস ওয়ার্ল্ড গ্রানাডা রেকর্ড গড়েন পোল্যান্ডের অধিবাসী ভালেরজান রোমানোভস্কি। তবে রেকর্ডটি গড়েছেন লিথুয়ানিয়ার উইলেনস্কির উইলনো শহরে। সেখানকার সড়কে তার জন্য একটি বড়ো আকারের স্বচ্ছ কাচের বাক্স স্থাপন করা হয়। বাক্সটি বরফে পূর্ণ করা হয়। সেই বরফে গলা অবধি ডুবিয়ে বিশ্বরেকর্ডটি গড়েন তিনি। আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের রোমান ভানদেনদ্রপের দখলে। তিনি টানা ২ ঘণ্টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ড বরফে ডুবে থেকে বিশ্বরেকর্ড গড়েছিলেন। উল্লেখ্য, এর আগে সাইকেল চালিয়ে ১২ ঘণ্টায় ৩১৪.৬৫ কিলোমিটার বা ১৯৫.৫১ মাইল পথ পাড়ি দিয়ে পুরুষ ক্যাটাগরিতে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তাঁর আগে এত কম সময়ে সাইকেল চালিয়ে এতটা পথ পাড়ি দেননি আর কেউ।

World Affairs 24


Post a Comment

0 Comments

Close Menu