Ad Code

Responsive Advertisement

পঠকের জিজ্ঞাসা পর্ব-১

প্রশ্ন: মানুষ স্ট্রোক করে কেন এবং স্ট্রোক করলে কী হয়? 

সাধুরন পাল, মাদারীপুর 

উত্তর: স্ট্রোক একটি মস্তিষ্কের রোগ এবং এটি মস্তিষ্কের রক্তনালীগুলোর জটিলতার কারণে হয়। রক্তনালীর কোনো অংশ কোনো কারণে ছিঁড়ে গেলে রক্তক্ষরণের কারণে ব্রেইনের একটি অংশ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। স্ট্রোকের কারণে হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা, বমি বা মাথা ঘোরানো, হঠাৎ কথা জড়িয়ে যাওয়া, মুখ একদিকে বেঁকে যাওয়া, শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পেতে পারে। 


প্রশ্ন: সূর্য থেকে আসা রশ্মি সূর্যে ফেরত যায় না কেন? 

বিপ্লব বেপারী, মাদারীপুর 

উত্তর: সূর্য ফিউশন বিক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তি আলোকশক্তি রূপে পৃথিবীতে আসে। পৃথিবীপৃষ্ঠে এসে সূর্যরশ্মি বিভিন্ন ফোটন কণায় বিভক্ত হয়। ফলে শক্তিমাত্রা কমে যায় আর যেহেতু সূর্যরশ্মির ভেতরে পুনরায় ফিউশন বিক্রিয়া হয় না, সেজন্যে আগত সূর্যরশ্মি পুনরায় সূর্যে ফেরত যায় না। 


প্রশ্ন: ক) ডক্টর এবং ডাক্তার-এর মধ্যে পার্থক্য কী? খ) স্প্রেডশিট প্রোগ্রাম কী? এর ব্যবহারিক ক্ষেত্রগুলো কী? 

মো. আবরার মুবিন (অপূর্ব), ঠাকুরগাঁও

উত্তর: ক) বাংলায় যখন ‘ডাক্তার’ লেখা হয়, তখন তিনি ‘চিকিৎসক’। আর ‘ডক্টর' যখন লেখা হয়, তখন তিনি কোনো বিষয়ের ‘বিশেষজ্ঞ'। ইংরেজিতে পার্থক্য করা কঠিন, কারণ (Dr.) উভয়ের জন্য লেখা হয়। 

উত্তর: খ) স্প্রেডশিট প্রোগ্রাম : হিসাব-নিকাশের প্রোগ্রাম বা সফটওয় কে স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট বলে। স্প্রেডশিট দ্বারা আমরা ছোট-বড় হিসাবনিকাশ, জটিল থেকে জটিলতম হিসাবনিকাশও সম্পূর্ণ নির্ভুলভাবে করতে পারি। কয়েকটি ব্যবহারিক ক্ষেত্র : দৈনন্দিন আয়ব্যয়ের হিসাব করতে, বিদ্যুৎ বিল তৈরি করতে, কর্মীদের বেতনভাতা হিসাব করতে, শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের হিসাবনিকাশ ইত্যাদি। 


প্রশ্ন: টাকার পরিমাণের শেষে মাত্র লেখা হয় কেন? 

খায়রুল আলম সোহাগ, দিনাজপুর 

উত্তর: টাকার পরিমাণ যাই হোক না কেন শেষে ‘মাত্র' লেখার কারণ হলো 'নির্দিষ্টতা' বোঝানো। টাকার অঙ্ক যখন শব্দের সাহায্যে লেখা হয়, তখন যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি করতে না পারে, সেজন্য মাত্র লেখা হয়। আর অঙ্কের মাধ্যমে লিখলে শেষে (/=) এই চিহ্ন ব্যবহৃত হয়। 


প্রশ্ন: ফ্রিল্যান্সিং কী? 

শাওন মজুমদার, সিলেট 

উত্তর: ফ্রিল্যান্সিং শব্দের বাংলা অর্থ : মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং বলতে বাঁধাধরা কোনো নিয়ম মেনে চাকরি না করে নিজের স্বাধীনতা অনুযায়ী বা মুক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা স্বাধীন ভাবে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকেন, তাদেরকে আমরা 'মুক্ত পেশাজীবী' বা ফ্রিল্যান্সার বলি। 


প্রশ্ন: ইন্ডিয়ান ও রেড ইন্ডিয়ানের মধ্যে পার্থক্য কী? 

তহিদুল ইসলাম, জামালপুর

উত্তর: ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ার নাগরিক। অন্যদিকে কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পূর্বে যে আদিবাসী গোষ্ঠী সেখানে বাস করত বর্তমানে তারাই রেড ইন্ডিয়ান। ১৪৯২ সালে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পূর্বে এই মহাদেশটি সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন তখন তিনি নিজেও জানতেন না যে এটি আমেরিকা, কারণ তিনি ভারতবর্ষে আসার জন্য সমুদ্রযাত্রা করেছিলেন। তাই স্বভাবতই তিনি আমেরিকাকে ইন্ডিয়া হিসেবে মনে করেন এবং এর অধিবাসীদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান। 


প্রশ্ন: কল্পনা কী? 

ইউসুফ আলী, খুলনা 

উত্তর: কল্পনা বিষয়টি স্বপ্ন দেখার ক্ষমতা নামেও পরিচিত। এটা সৃজনশীল প্রতিচ্ছবি তৈরি করার ক্ষমতা, ধারণা এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতির বাইরে মন থেকে অনুভব করে ঠিক দেখা ও শোনার অনুরূপ সরাসরি অনুভব। সমস্যার সমাধানে জ্ঞানের প্রকৃত প্রয়োগে কল্পনা সাহায্য করে এবং এটি অভিজ্ঞতা ও নিয়মিত শিক্ষা একীভূত করার অবলম্বন।


World Affairs 24


Post a Comment

0 Comments

Close Menu