Ad Code

Responsive Advertisement

বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র

পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে রাখা বিষুবরেখা, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার সঙ্গে উত্তর-দক্ষিণে বিস্তৃত চারটি দ্রাঘিমা রেখার সংযোগস্থল মোট ১২টি মহাকাশ পর্যবেক্ষণের জন্য এ স্থানগুলো আদর্শ। ১২টি বিন্দুর একটি পড়েছে বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানেই নির্মিত হচ্ছে দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্ৰ । ১ জুন ২০২১ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২১৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র' প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (SPARRSO)-এর সহায়তায় এ কেন্দ্রটি নির্মাণ করা হবে। কর্কটক্রান্তি রেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থল হওয়ায় ফরিদপুরের ভাঙ্গায় প্রকল্পটি নির্মাণের প্রস্তাব দেন কথাসাহিত্যিক জাফর ইকবাল। প্রকল্পটির উদ্দেশ্য মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপনের মাধ্যমে জনসাধারণের জন্য মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি করা; মহাকাশ বিজ্ঞানচর্চার প্রসারে তথা বিজ্ঞানমনস্কতা সৃষ্টিতে উৎসাহিতকরণ; শিক্ষাবান্ধব বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য মহাকাশ গবেষণার সুযোগ সৃষ্টি করা। ১০০ মিটার উচ্চতাবিশিষ্ট এ কেন্দ্র থেকে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ অবলোকন করা যাবে। এতে দেশ-বিদেশের বিজ্ঞান শিক্ষার্থীসহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা এসে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারবে।



Post a Comment

0 Comments

Close Menu