Ad Code

Responsive Advertisement

কেন হয়? কিভাবে হয়? জানা অজানা প্রশ্ন-উত্তর | পর্ব-১


কেন হয়? কিভাবে হয়? জানা অজানা প্রশ্ন-উত্তর

  1. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' উপন্যাস আলোকে নায়ক হিসেবে কাকে বিবেচনা করা হয়? উত্তর : ইমাম হোসেন। প্রশ্ন : মাছির দুই ডানার মধ্যে কোনো উপকারিতা বা এটার সুবিধা আছে কী?

     উত্তর : উবাইদ ইবনু হুনায়ন (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রা.) কে বলতে শুনেছি, রসূল (স.) বলেছেন, ‘তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে তাকে তাতে ডুবিয়ে দিবে। তারপর তকে উঠিয়ে ফেলবে। কেননা তার এক ডানায় রোগ জীবাণু থাকে আর অপরটিতে থাকে প্রতিষেধক। [সহীহ বুখারী; অধ্যায় ৪৯/সৃষ্টির সূচনা; পরিচ্ছেদ : ১৯৯৯] সম্প্রতি সৌদি আরবে রিয়াদে অনুষ্ঠিত অষ্টম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে পাঠানো দুটি গবেষণা বর্ণিত ছিল, মাছিতে এমন কোনো বস্তু রয়েছে যা জীবাণু ধ্বংস করে দেয়।' (অতএব হাদিস ও বৈজ্ঞানিক তথ্যসূত্র প্রমাণিত)

    জানা অজানা


  2. প্রশ্ন : মানুষ কত বছর পর্যন্ত লম্বা হয়?

    উত্তর : সাধারণত ১২-১৭ বছর পর্যন্ত ছেলেরা এবং ১২-১৬ বছর পর্যন্ত মেয়েরা লম্বা হয়। ১৩-১৫ বছর বয়সে উচ্চতা বৃদ্ধির হার কয়েকমাস বা বছরের জন্য হঠাৎ করে বেড়ে যায়।

  3. প্রশ্ন : শরীরে তিল হওয়ার কারণ কী?

    উত্তর : তিল প্রধানত জিনগত কারণে হয়। ত্বকে কোষ সাধারণত ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয়। শরীরের যেখানে অনেকগুলো ত্বক -কোষ তৈরি হয় সেই স্থানে একটি ছাপ পড়ে যায় যা সাধারণত সূর্যের সংস্পর্শে এলে কালো এবং তিলের সৃষ্টি হয়।

  4. প্রশ্ন : গোমতি নদীতে জোয়ারভাটা হয় না কেন এবং বাংলাদেশকে বৃহত্তম ‘বদ্বীপ' বলা হয় কেন?

    উত্তর : যেসব নদী সমুদ্রের সাথে যুক্ত নয় সেসব নদীতে জোয়ারভাটা হয় না। গোমতী নদী সমুদ্রের সাথে সংযুক্ত নয় বলে এখানে জোয়ারভাটা হয় না। বদ্বীপ হলো এক ধরনের প্রাকৃতিক ভূমি যেখানে নদীর মোহনায় অনেকদিনের জমাট পলি বা নদীর মাধ্যমে মাটির সৃষ্ট দ্বীপ। গঙ্গীয় বা বঙ্গীয় বদ্বীপ আমাদের দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম বদ্বীপ যেটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। এটি আয়তনে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ। বঙ্গীয় বদ্বীপের অধিকাংশ অংশ বাংলাদেশে অবস্থিত এবং বাংলাদেশের অধিকাংশ ভূমি বদ্বীপ ধরনের বলে বাংলাদেশকে বদ্বীপ বলা হয়।

  5. প্রশ্ন : কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং করা হয়?

    উত্তর : শিক্ষা, গবেষণা, গবেষণার ফলাফল সাইটেশন, আন্তর্জাতিক উপস্থিতি এবং গবেষণা কর্মের বাণিজ্যিকীকরণ এর উপর ভিত্তি করে একটি বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং করা হয়।

  6. প্রশ্ন : বিদ্যুৎ এর সংস্পর্শে এলে মানুষ শক করে, কিন্তু পাখিরা শক করে না কেন?

    উত্তর : পাখি সাধারণত একটি তারে বসে। তাই বর্তনী সম্পূর্ণ না হওয়ায় পাখির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। কিন্তু যদি পাখিটি অন্য তার স্পর্শ করে বা ভূসংযুক্ত কোনো পরিবাহীর সংস্পর্শে আসে তাহলে বর্তনী সম্পূর্ণ হবে এবং পাখির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে মারা যাবে।

  7. প্রশ্ন : সামরিক সরকারকে জান্তা সরকার বলা হয় কেন?

    উত্তর : জান্তা সরকার দ্বারা এমন সরকারকে বোঝায় যারা অগণতান্ত্রিক উপায়ে জোর করে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং দেশ চালায়। আর সেনাবাহিনী এই কাজটি দিয়ে যখন সামরিক সরকার গঠন করে তখন এই সরকারকে জান্তা সরকার বলে।

  8. প্রশ্ন : বিপদ শব্দের বিপরীত শব্দ সম্পদ আর ধন সম্পদের সম্পদ - এর শব্দগত অমিল কোথায়?

    উত্তর : ‘বিপদ’ বিশেষ্যবাচক শব্দটি দ্বারা দুর্দশা বা দুরবস্থাকে বোঝায়; যার বিপরীতার্থক শব্দ ‘সম্পদ' দ্বারা ঐশ্বর্য বা উৎকর্ষ বোঝায়। অপরদিকে, ‘ধনসম্পদ' শব্দটি দ্বারা টাকা ও ভূসম্পত্তি বোঝায়। তাই 'ধনসম্পদ' (টাকা ও ভূসম্পত্তি) শব্দের সাথে 'সম্পদ' (ঐশ্বর্য) শব্দের তারতম্য পরিলক্ষিত হয়।

  9. প্রশ্ন : বার্মুডা ট্রায়াঙ্গেলে বা এর কাছাকাছি কোনো কিছু গেলে তা অদৃশ্য হয়ে যায় কেন?

    উত্তর : গবেষকদের মতে, বার্মুডা ট্রায়াঙ্গেলের কন্টিনেন্টাল সেলকে জমে থাকা বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট গ্যাস কোনো কিছুকে ভাসিয়ে রাখার ক্ষমতাকে কমিয়ে দেয় যার ফলে জাহাজসহ অন্য কিছু গেলে ডুবে যায়। অন্য এক গবেষকের মতে, এখানে ষড়ভুজাকৃতি মেঘ তৈরি হয় যার গতিবেগ ঘণ্টায় ১৭০ মাইল। একে এয়ার বম্ব বলে। এই এয়ার বম্ব এত শক্তিশালী যে তার জোরে প্লেন ও জাহাজ পানির নিচে টেনে নিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়।

    (তথ্য সূত্র: মাসিক তথ্যকণিকা-১১০, ফেব্রুয়ারী-২০২২)

Post a Comment

0 Comments

Close Menu